ব্রিটেনের খুদে রাজপুত্র জর্জ জীবনের প্রথম অফিসিয়াল সফরে

biten 8আন্তর্জাতিক ডেস্কঃ– প্রথমবারের মতো ব্রিটেনের খুদে রাজপুত্র জর্জ অফিসিয়াল ট্যুরে বের হলো ।সেই সঙ্গে দ্বিতীয়বারের মতো গণমাধ্যমের সামনে আনা হলো তাকে।নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় তিন সপ্তাহের অবকাশযাপনের অংশ হিসেবে ওয়েলিংটন পৌঁছেছেন ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটন। সঙ্গে রয়েছে তাদের আট মাস বয়সী খুদে রাজপুত্র জর্জও। এটিই রাজপুত্রের প্রথম অফিসিয়াল সফর।২৫ এপ্রিল তাদের এ সফর শেষ হবে। ওয়েলিংটন বিমানবন্দরে সোমবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি তাদের স্বাগত জানান।ব্রিটিশ রাজ পরিবারের তিন সদস্যকে স্বাগত জানানোর পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এক টুইটার বার্তায় লেখেন, ‘রাজ পরিবারের সদস্যরা ওয়েলিংটনে অবতরণ করেছেন। হে! নিউজিল্যান্ডবাসী! আসুন সবাই মিলে তাদের সাদর অভ্যর্থনা জানাই! বিমানবন্দরে অভ্যর্থনা শেষে তাদের গভর্নর জেনারেলের বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে নিউজ্যিল্যান্ডের আদিবাসী মাওরিদের ঐতিহ্যগত প্রথানুযায়ী অভ্যর্থনা জানানো হয়।এবারের সফরে ব্রিটিশ রাজবধু কেট মিডলটনের ফ্যাশন ও পোশাক-আশাক নিয়ে গণমাধ্যমে ব্যাপক ঝড় উঠবে বলে ধারণা করা হচ্ছে। কারণ এবারের সফরে কেট বিখ্যাত প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার ফেভারিট ডিজাইনার ক্যাথরিন ওয়াকারের ডিজাইন করা পোশাক পরে বের হয়েছেন।কানতাস এয়ারের বিমানে চড়ে লন্ডনের হিথ্রো বিমান বন্দর থেকে দুবাই হয়ে সিডনি পৌঁছান তারা। সেখান থেকে সামরিক বিমানে চড়ে তারা নিউজিল্যান্ড যান। সূত্র-ইন্টারনেট।

Exit mobile version