দেড় বছরেও চালু হয়নি গাইবান্ধার বন্ধ হওয়া রামসাগর এক্সপ্রেস

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধাদিনাজপুর রেল রুটের বন্ধ হওয়া রামসাগর এক্সপ্রেস ট্রেনটি দেড় বছরেও চালু হয়নি সরকারী উচ্চ পর্যায়ের চাপে বেশ কয়েকবার ট্রেনটি চালু করার আস্বাস দেয়া হলেও অজ্ঞাত কারণে ট্রেনটি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে না এতে করে গাইবান্ধার বোনারপাড়াদিনাজপুর রেল রুটে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে

  জানা গেছে, ২০১০ ইং সালের ডিসেম্বর মাসে বোনারপাড়া থেকে গাইবান্ধার উপর দিয়ে দিনাজপুর পর্যন্ত রেল রুটে চলাচল শুরু করে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া রেলওয়ে জংশন গাইবান্ধার রেল যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে কর্তৃপক্ষ রংপুর, দিনাজপুর যাওয়ার জন্য ট্রেনটি চালু করা হয়েছিল সহজ আরামদায়ক ভ্রমনের জন্য ট্রেনটিতে যাত্রীদের যথেষ্ঠ ভীড় ছিল ৬টি বগীর ৪শ ১০ আসন কানায় কানায় ভরে য়েত যাত্রী দ্বারা প্রতিদিন সকাল টায় বোনারপাড়া থেকে ট্রেনটি দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে পৌঁছাইত বেলা ১১টার সময় এলাকাবাসীর চিকিৎসা, শিক্ষাবোর্ডের কাজ, বিভাগীয় শহরের কাজ সহ নানা কাজে যাওয়ার সহজ সুবিধাজনক মাধ্যম ছিল রামসাগর এক্সপ্রেস ট্রেনটি ২০১৩ সালে রেলওয়ে কর্তৃপক্ষ হঠাৎ করে ইঞ্জিন, বগী লোকবলের সংকট দেখিয়ে ট্রেনটির চলাচল বন্ধ করে দেয় এবং তখন থেকেই চরম বিপাকে পড়ে উলে­খিত রেল রুটের যাত্রীরা

গত দেড় বছরে বেশ কয়েকবার রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনটি চালুর আস্বাস দিলেও অজ্ঞাত কারনে আজ পর্যন্ত এটি চালু হচ্ছে না

ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ডিভিশনাল ম্যানেজার (ডিআরএম) মাহাবুব হোসেন জানান, বগী, ইঞ্জিন, লোকবল আনুসঙ্গিক সমস্যার কারণে ট্রেনটি এই মুহুর্তে চালু করা সম্ভব হচ্ছে না তবে কবে নাগাদ তা চালু হবে এব্যাপারেও তিনি কিছু বলতে পারেননি

Exit mobile version