আন্তর্জাতিক ডেস্কঃ- ভারতের চার রাজ্যে সাত আসনে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট চলাকালে ছত্তিশগড়ে মাওবাদীদের দু’টি হামলায় ছয় সিআরপিএফ জওয়ানসহ ১৪ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, আজ (শনিবার) দুপুর ১২টায় ছত্রিশগড়ের বস্তারে সিআরপিএফ জওয়ানদের বহনকারী একটি অ্যাম্বুল্যাসে বোমা হামলা চালায় মাওবাদীরা। এতে ছয় সিআরপিএফ জওয়ান এবং গাড়ির ড্রাইভার নিহত হয়েছে। রায়পুর পুলিশের মহাপরিদর্শক জিবি সিং জানিয়েছেন, জগদ্দলপুরেও একটি ভ্যান উড়িয়ে দিয়েছে নকশলরা। এদিকে, ছত্তিশগড়ের বিজাপুর জেলার কেতুলনার গ্রামে নির্বাচনী কর্মকর্তাদের বহনকারী একটি বাসেও বোমা হামলা চালিয়েছে মাওবাদীরা। ওইসব কর্মকর্তা ১০ এপ্রিল অনুষ্ঠিত তৃতীয় দফার লোকসভা নির্বাচনের দিন বস্তারের চারটি কেন্দ্রে দায়িত্ব পালন করেন। আজ রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে কুটরু থেকে বাসে করে গুড়মা ফিরছিলেন তারা। কেতুলনার গ্রামের কাছে বাসটি পৌঁছতেই একটি পুকুরের পাশে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এর পর বাসটির উপর এলোপাথাড়ি গুলি চালায় তারা। এতে সাত নির্বাচনী কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যান। বাসটিতে নিরাপত্তা কর্মীসহ ১২ জন যাত্রী ছিল। চলতি সপ্তাহেই ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছিল। আগামী ১৭ এপ্রিল ছত্তিশগড়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে মাওবাদীদের হামলা প্রশাসনকে উদ্বিগ্ন করে তুলেছে। এপ্রতিবেদনটি রেডিও তেহরান এর।