প্রাকৃতিক ইতিহাস নির্ভর অত্যাধুনিক জাদুঘর নির্মাণ করা হবে-প্রধানমন্ত্রী

জি নিউজঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রাকৃতিকইতিহাস নির্ভর (ন্যাচারাল হিস্টোরিক্যাল মিউজিয়াম) জাদুঘরের পাশাপাশি দেশে আরো একটি অত্যাধুনিক জাদুঘর নির্মাণ করা হবে। । গতকাল মঙ্গলবার সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে জাতীয় জাদুঘরের ৪ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।এছাড়া  মাহবুবুল হক শাকিল বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ, সংস্কৃতিবিষয়ক সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস, জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুন নাহার খানম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১২-১৩ অর্থ বছরের জাতীয় জাদুঘরের বার্ষিক রিপোর্ট ও অন্যান্য প্রকাশনা হস্তান্তর করেন।এর আগে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ (সিএজি) মাসুদ আহমেদ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার কাছে ১৭টি অডিট রিপোর্ট পেশ করেন।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, সিএজি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি কার্যক্রমভিত্তিক অডিট রিপোর্ট, দুটি ইস্যুভিত্তিক অডিট রিপোর্ট, ৬টি বিশেষ অডিট রিপোর্ট, ৬টি বার্ষিক রিপোর্ট এবং দুটি এ্যাডজাস্টমেন্ট রিপোর্ট হস্তান্তর করেন।

 

Exit mobile version