আন্তর্জাতিক ডেস্কঃ- নাইজেরিয়ার বোরনো প্রদেশের চিবুক শহরে ভারী অস্ত্রে সজ্জিত একদল ব্যক্তি একটি মাধ্যমিক স্কুলের শতাধিক ছাত্রীকে অপহরণ করেছে। রাজধানী আবুজাতে মারাত্মক বোমা হামলার একদিন পরই এ অপহরণের ঘটনা ঘটল। সোমবারের ওই বোমা হামলায় অন্তত ৭১ জন নিহত হয়। গতকালের (মঙ্গলবার) এই অপহরণের দায়িত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত স্বীকার করেনি। কিন্তু এ ঘটনার সঙ্গে বোকো হারাম জড়িত বলে সন্দেহ করছেন অনেকেই। বোরনো প্রদেশের নিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, স্কুলটির প্রহরায় নিযুক্ত একজন পুলিশ ও সেনাকে হত্যা করে শতাধিক মেয়ে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে সশস্ত্র ব্যক্তিরা। খোলা ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় অনেকে মেয়ে সেখান থেকে পালিয়ে আসতে পেরেছেন বলেও অন্যান্য কর্মকর্তা জানান। খবর রেডিও তেহরান এর, চলন্ত ট্রাক থেকে রাস্তার ওপর ঝুঁকে পড়া গাছের ডালপালা ধরে এবং লাফিয়ে পড়ে অপহরণকারীদের চোখে ধুলা দিতে পেরেছেন কোনো কোনো ছাত্রী।