অনলাইন লাইন নীতিমালা নিয়ে বিভ্রান্তিমুলক সংবাদ প্রচার থেকে বিরত থাকুন- বনপা

প্রেস বিজ্ঞপ্তি : “অনলাইন পত্রিকার লাইসেন্স ফি পাঁচ লাখ টাকা” শিরোনামে বুধবার বিডিনিউজ,কালেরকন্ঠ অনলাইন,বার্তা ২৪ ডটকম ডট বিডি , প্রিয়ডটকমসহ বেশ কয়েকেটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রচারিত হওয়ায় অনলাইন নীতিমালা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোস্তাফা জব্বার ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়নের সভাপতি শামসুল আলম স্বপন তীব্র প্রতিবাদ জানিয়েছেন। যৌথভাবে এক প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন কোন দায়িত্বশীল সংবাদপত্র ও নিউজ পোর্টাল এমন ভুঁয়া, বিভ্রান্তিকর, উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করতে পারে না। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, আমরা গত ১৮ ফেব্রুয়ারী অনলাইন লাইন নীতিমালা কমিটির চুড়ান্ত বৈঠক করি। ওই সভায় বনপা’র সভাপতি শামসুল আলম স্বপন প্রস্তাব করেন অনলাইন নিউজ পোর্টাল রেজিষ্ট্রেশন নিতে নাম মাত্র ফি (টোকেন মানি) ধার্য করা হোক। তার প্রস্তাবই কমিটি অনুমোদন করে। অনলাইন নীতিমালার তৈরীর কাজ প্রায় চুড়ান্ত। কিন্তু একটি মহল নীতিমালা নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে পোর্টাল মালিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, ওই রিপোর্টে আমার নাম ব্যবহার করা হলেও আমার সাথে কোন সাংবাদিক কথা বলেনি। তিনি ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানান ।
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়ন (বনপা)’র সভাপতি শামসুল আলম স্বপন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “এক শ্রেনীর সংবাদ মাধ্যম ঘোলা পানিতে মাছ শিকার করার পায়তারা করছে। বিভ্রান্তি ছড়িয়ে তারা ফায়দা হাসিলের চেষ্টা করছে। তিনি বলেন, পোর্টাল মালিকদের স্বার্থে বনপা’র প্রস্তাবে অনলাইন নীতিমালা অনেক সহজ করা হয়েছে। এই নীতিমালা পাস হলে সকল পোর্টাল মালিকগণ বিজ্ঞাপনসহ বেশ কিছু সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। তিনি বলেন, অনলাইন নিউজ পোর্টাল রেজিষ্ট্রেশন নিতে নীতিমালাতে পাঁচ লাখ টাকা কেন পাঁচ টাকার কথাও উল্লেখ করা হয়নি। বনপা থেকে প্রস্তাব করা হয়েছে “নাম মাত্র ফি” যা অনলাইন নীতিমালা বাস্তবায়ন কমিটি গ্রহন করেছে। কিন্তু দেশের নামী দামি কয়েকটি নিউজ পোর্টাল মিথ্যা সংবাদ প্রকাশ করে তথ্যমন্ত্রণালয় তথা সরকারের বিরুদ্ধে উস্কানিমুলক কর্মকান্ড চালিয়েছে যা দু:খজনক। অনলাইন নীতিমলার কমিটির সদস্য ও বনপা’র সভাপতি শামসুল আলম স্বপন দায়িত্বহীন সংবাদ পরিবেশন না করার জন্য সকলের প্রতি আহবান জানান। সেই সাথে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে দেশের পোর্টাল মালিক, সম্পাদক ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর অনলাইন গণমাধ্যম পরিচালনা (খসড়া) নীতিমালা ২০১২ ঘোষণা করার পর “বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়ন (বনপা)” সর্বপ্রথম ওই নীতিমালার বিরোধীতা করে আন্দোলনে ডাক দেয় । বনপা’র উদ্যোগে একই সালের ১৫ অক্টোবর জাতীয় জাদুঘর মিলনায়তনে দেশের অনলাইন নিউজ পোর্টাল মালিক-সম্পাদকদের নিয়ে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান উপস্থিত হয়ে অনলাইন নিউজ পোর্টালের পক্ষে অবস্থান নেন। তথ্যমন্ত্রী পরে অনলাইন নীতিমালা বাস্তবায়ন কমিটি গঠন করেন।

Exit mobile version