ইরাকে আত্মঘাতী বোমা হামলা:নিহত ১৬, আহত ৪১

rt irak 22আন্তর্জাতিক ডেস্কঃ- ইরাকের মধ্যাঞ্চলে দু’টি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে ‘সুয়িরাহ’ এলাকায়। সেখানকার পুলিশের একটি চেকপয়েন্টে এ হামলায় ১৩ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। ‘সুয়িরাহ’ এলাকাটি বাগদাদের দক্ষিণে অবস্থিত। ইরাকের হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে। এছাড়া মাদাইন এলাকার চেকপয়েন্টে আরেকটি হামলায় দুই জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে। লাতিফিয়া এলাকাতে অস্ত্রধারীর হামলায় প্রাণ হারিয়েছে আরও এক জন। বাগদাদের একটি বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত হওয়ার একদিন পর আজকের হামলা হলো। আগামী ৩০ এপ্রিল ইরাকে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে যখন দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেয়া হয়েছে তখন এ হামলা চালালো জঙ্গিরা।২০১১ সালে দখলদার মার্কিন সেনারা ইরাক ত্যাগ করার পর এই প্রথম সেদেশে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সহিংসতা বন্ধের লক্ষ্যে নিরাপত্তা বাহিনী বেশ কয়েকটি বড় ধরনের অভিযান চালানোর পরও ইরাকে সহিংসতা বন্ধ হয়নি। এ প্রতিবেদনটি রেডিও তেহরান এর, ইরাকের সহিংসতা ছড়িয়ে দেয়ার পেছনে কয়েকটি আরব দেশ জড়িত বলে এর আগে প্রধানমন্ত্রী নুরি আল মালিকি ঘোষণা করেছেন।

Exit mobile version