অধিকাংশ নারী আলোচনার অভাবে সন্তান নিতে আগ্রহী হন না

cjhild 28অনলাইন ডেস্কঃ- অধিকাংশ দম্পতির সন্তান নেওয়ার ক্ষেত্রে একবারের আলোচনাই যথেষ্ট নয়। সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ব্রিটেনের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের এডিনা কার্ডি এ বিষয়ে গবেষণা চালান। কোনো সন্তান নেননি এমন নারীদের ৪০ শতাংশ এডিনাকে জানান, সম্পর্কের শুরুতে বা বিয়ের পর কোনো আলোচনা না হওয়ায় অথবা একবার মাত্র আলোচনা হওয়ার কারণে সন্তান নেওয়া হয়নি।অনলাইনে ৭৫ জন ব্রিটিশ নারী যারা কোনো সন্তান নেননি, তাদের সাক্ষাৎকার নিয়েছেন কার্ডি। এদের মধ্যে ৯ জনের সঙ্গে মুখোমুখি আলাপ হয় তার।
তাদের প্রতি প্রশ্ন রাখা হয়, সন্তান নেওয়ার বিষয়ে বর্তমান সঙ্গীর সঙ্গে তাদের আলাপ হয় কি না। ওই নারীদের ৬৩ জনের মধ্যে ২৩ জন জানান, মাত্র একবার কথা বলার পর সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিতে পারিনি। আর মাত্র তিনজন জানান, এ বিষয়ে কোনো কথাই হয়নি তাদের মধ্যে।কার্ডি বলেন, নর-নারী প্রেম করে বিয়ে করার পর বা লিভ টুগেদার করা অবস্থায় তাদের মধ্যে সবচেয়ে কম আলোচনা হয় সন্তান নেওয়া বিষয়ে। তা ছাড়া তাদের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম পৃথিবীতে আসবে সে বিষয়েও তারা যথেষ্ট সচেষ্ট নন। ফলে উর্বরতা থাতা সত্ত্বেও সন্তান না নেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে। তাই এই গবেষণায় দেখা হয়, দম্পতিরা কেন সন্তানহীন অবস্থায় থাকেন বা থাকতে চান।সূত্র-হিন্দুস্তান টাইমস।

Exit mobile version