গুম-খুনে আওয়ামী লীগ জড়িতঃ- খালেদা জিয়া

ex pm 1জি নিউজঃ- বর্তমানে বাংলাদেশ নামে স্বাধীন। দেশে প্রকৃত স্বাধীনতা নেই। কারণ দেশে যে হারে গুম, খুন ও নির্যাতন হচ্ছে তা কোনো স্বাধীন দেশে কাম্য হয় না বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি অভিযোগ করেন, “এ অবৈধ সরকার গুম-খুন বন্ধ করতে পারবে না। কারণ, এর সঙ্গে আওয়ামী লীগ ও তাদের দোসররা জড়িত। বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় খালেদা জিয়া এসব কথা বলেন। নির্দলীয় সরকারের অধীনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই এসব বন্ধ হবে বলে মনে করেন তিনি। আওয়ামী লীগকে ক্রীতদাস সরকার আখ্যা দিয়ে খালেদা জিয়া বলেন, “এ অবৈধ, অনৈতিক ও ক্রীতদাস সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীন থাকার জন্য। অন্য কারো আদেশ নির্দেশ মেনে চলার জন্য নয়।” এ সময় তিনি কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন। ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জঙ্গি ছিনতাইয়ের সঙ্গে যুবলীগ নেতার সম্পৃক্ত থাকার অভিযোগের বিষয়ে খালেদা জিয়া বলেন, “জঙ্গি পালিয়ে গেল, কানেকশন পাওয়া গেল যুবলীগ নেতার। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে সম্পর্ক জঙ্গি-গুম-খুনের। নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন বলেন, “নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। তাদের উচিত পদত্যাগ করা। তারা কী নির্বাচন করেছে, তা সবাই দেখেছে। জাতি কীভাবে তাদের বিশ্বাস করবে। খালেদা জিয়া আবারও সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, “আলোচনার দ্বার এখনো খোলা। আলোচনা করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান করছি। জনপ্রিয়তা থাকলে নির্বাচন করে জনপ্রিয়তার প্রমাণ দিন। জাগপা ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভায় সভাপতিত্ব করেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান। এছাড়া সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নিজামী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান গোলাম মর্তুজা, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, খেলাফত আন্দোলনের আমির মাওলানা ইসহাক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন প্রমুখ।

Exit mobile version