নাইজেরিয়ায় আবার ভয়াবহ বোমা হামলা:নিহত ১৯ আহত ৬০

আন্তর্জাতিক ডেস্কঃ- নাইজেরিয়ার রাজধানী আবুজায় আবার ভয়াবহ গাড়িবোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে চালানো এ হামলায় অন্তত ১৯ জন নিহত ও অপর ৬০ জনেরও বেশি লোক আহত হয়েছে। আবুজার নিয়ানিয়া এলাকার একটি গাড়ি পার্কের কাছে এ হামলা চালানো হয়। ওই পার্কে গত ১৪ এপ্রিল চালানো অন্য এক হামলায় অন্তত ৭০ জন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবারের বোমা হামলা চালানো হয় একটি বাস স্টেশনের নিকটবর্তী একটি পুলিশ চেকপয়েন্টে। তারা বলেন, এক ব্যক্তি এসে গাড়ি থামিয়ে এটি থেকে নেমে যাওয়ার একটু পরেই এটি বিস্ফোরিত হয়। এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে গতমাসের বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছিল উগ্র জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। এ সন্ত্রাসী গোষ্ঠীটির বিচরণক্ষেত্র হচ্ছে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল। কিন্তু গত ১৪ এপ্রিলের বোমা হামলায় এ আশঙ্কা জোরদার হয় যে, তারা তাদের তৎপরতার পরিধি বাড়িয়ে রাজধানী পর্যন্ত চলে যেতে সক্ষম হয়েছে। সম্প্রতি এক ভিডিও বার্তায় বোকো হারামের নেতা আবুবকর শেকাউ বলেন, “আমরা আপনাদের শহরেই আছি কিন্তু আপনারা জানতে পারবেন না আমাদের অবস্থান ঠিক কোন্‌ জায়গায়। সূত্র-রেডিও তেহরান।

Exit mobile version