ডিবি পুলিশের পরিদর্শক সরদার মোশাররফ হোসেন জানান, লাবসা এলাকা থেকে মূল্যবান ম্যাগনেট পাচার হয়ে দেবহাটার সখিপুর এলাকায় যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের সার্কিট হাউজ এলাকায় এসআই শহিদের নেতৃত্বে একদল পুলিশ রা¯—ায় অবস্থান নেয়। এসময় তারা ৩ জন বহনকারি একটি পালছার মোটর সাইকেল আটক করে। মোটর সাইকেল আরোহীদের কাছে থাকা বিশেষ কায়দায় প্যাকিংসহ তাদেরকে ডিবি অফিসে আনে। পরে খুলে দেখা যায় তাতে ভূয়া ম্যাগনেট দিয়ে বিশেষ কায়দায় প্যাকিং করা আছে। ধৃতদের মধ্যে সখিপুর খানবাহাদুর আহসান উল্যাহ কলেজের ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুল্যাহ পুলিশ ও সাংবাদিকদের জানায়, পার“লিয়া বাজারের আল আমীন নামক প্রতিষ্ঠানের মালিক ফার“ক হোসেন তার নিজের মোটর সাইকেল দিয়ে লাবসায় পাঠায় বিশেষ ওই প্যাকটি নেওয়ার জন। সে শহরের পুলিশ লাইনের সামনে আসলে সেখান থেকে আলমগীর ও শাহাদাৎ তাকে খুজে নেবে। কথা মোতাবেক গতকাল বিকেলে ৩ জন এক সাথে শহর উপকণ্ঠের লাবসা গ্রামের কালামের ছেলে সোলায়মানের বাড়িতে গিয়ে ৮ হাজার টাকা দিয়ে উক্ত ম্যাগনেট এর প্যাকিংটি নিয়ে আসে। এটি দেবহাটার পার“লিয়ার আল আমীন দোকানের মালিক ফার“ক এর কাছে পৌছে দিলে আলমগীর ও শাহাদাৎ কে ১০ হাজার টাকা দেবে বলে ধৃতরা পুলিশকে জানিয়েছে। এছাড়াও দেবহাটার ভাতশালার শাহিন নামের অপর এক যুবক এই চক্রের সদস্য বলে তারা জানায়।
এব্যাপারে পুলিশ বাদী হয়ে ধৃতদের বির“দ্ধে ও মুলহোতাদের আসামী করে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেছে।
কাজী নাসির উদ্দীন/ সাতক্ষীরা/জি নিউজ