হযরত আলী (আ.)-এর জন্মদিনে ইরানে পালিত হচ্ছে বাবা দিবস

baba dজি নিউজ অনলাইন ডেস্কঃ- ইমাম আলী ইবনে আবি তালিবের(আ.)পবিত্র জন্মবার্ষিকীতে আজ (মঙ্গলবার) ইরানে পালিত হচ্ছে বাবা দিবস। প্রতি বছর আরবি রজব মাসের ১৩ তারিখ এ দিবসটি পালিত হয় এবং এটি ইরানে একটি সরকারি ছুটির দিন। হযরত আলী (আ.) ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এর চাচাতো ভাই ও জামাতা এবং শিয়া মুসলমানদের প্রথম ইমাম। দৃঢ় ঈমান, প্রজ্ঞা, সততা, বীরত্ব ও বিশ্বনবী (সা.)-এর প্রতি আনুগত্য আলী (আ.)কে অনন্যসাধারণ ব্যক্তিত্বে পরিণত করেছিল। মুসলিম উম্মাহ’র নেতৃত্ব হাতে পাওয়ার তিনি মনিব-ভৃত্য নির্বিশেষে সব মুসলমানের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। একইসঙ্গে পরাজিত শত্রুকে ক্ষমা করে দেয়ার ক্ষেত্রেও তাঁর তুলনা ছিল না। বাবা দিবসে ইরানের ধর্মপ্রাণ মুসলমানরা তাদের বাবা ও দাদার প্রতি বিশেষ সম্মান জানিয়ে তাদেরকে নানা ধরনের উপহার সামগ্রী কিনে দেন। এ প্রতিবেদনটি রেডিও তেহরান এর, বাবা-দাদাকে নিয়ে বেড়াতে বের হন তারা।এ দিবস উপলক্ষে রেডিও তেহরানের অগণিত শ্রোতা ও অনলাইন পাঠকের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Exit mobile version