পারভেজ মুশাররফ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট ,জি নিউজ ঃপাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে  গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে ইসলামাবাদের চাক শহাজাদে তার খামারবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সকালে জামিনের মেয়াদ বাড়াতে আদালতের কাছে আবেদন জানান মুশাররফের আইনজীবীরা।

ক্ষমতায় থাকাকালে প্রধান বিচারপতি ইফতেখার মুহাম্মদ চৌধুরীসহ ৬০ বিচারককে বরখাস্ত ও অন্তরীণ করার মামলায় বৃহস্পতিবার মুশাররফের জামিন বাতিল করে গ্রেপ্তারের আদেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট। গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সহায়তায় আদালত থেকে পালিয়ে তার খামারবাড়িতে অবস্থান নেন মুশাররফ।

পরে সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠকে মুশাররফকে গৃহবন্দি করার ও তার বাড়িকে সাবজেল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। প্রেসিডেন্ট আসিফ আলী খান জারদারির সঙ্গে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও আইনমন্ত্রীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল মুশাররফের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। সাবেক সামরিক শাসক যাতে পাকিস্তান ত্যাগ করতে না পারেন সে ব্যাপারটি নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দেয় আদালত।

Exit mobile version