দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ক্যাম্পাস সূত্র জানায়, চার শিক্ষক ও দুই কর্মকর্তাকে সাময়িক বহিস্কার করার প্রতিবাদে দুপুর ১২টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসি কার্যালয় ঘেরাও করে ভাংচুরের চেষ্টা চালায়।পুলিশ বাধা দিলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এতে পুলিশ ক্ষুব্ধ হয়ে চার শিক্ষক কর্মচারীকে মারধর করে। এরা হলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল আলম, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক, সহকারী সেকশন অফিসার শামসুল হক ও সহকারী রেজিস্ট্রার শাহিনুর রহমান।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে। ক্যাম্পাসে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে ।