প্রেসিডেন্ট আসাদের নির্বাচনি জনসভায় মর্টার হামলাঃ নিহত ২০

আন্তর্জাতিক ডেস্কঃ- সিরিয়ার দক্ষিণাঞ্চলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নির্বাচনি জনসভায় সন্ত্রাসীদের মর্টার হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেরা শহরে বিশাল তাবুর নীচে অনুষ্ঠিত জনসভায় এ পাশবিক হামলা চালানো হয়। তবে হামলার সময় প্রেসিডেন্ট আসাদ সেখানে ছিলেন না। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ হামলায় অপর ৩০ জনেরও বেশি লোক আহত হয়েছে। আগামী ৩ জুন সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সিরিয়ার প্রবাসী নাগরিকরা ভোট দেবেন আগামী ২৮ মে। এ নির্বাচনে প্রেসিডেন্ট আসাদ তৃতীয়বারের মতো সাত বছরের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। অবজারভেটরি জানিয়েছে, দেরা শহরের আল-মাতার এলাকায় বৃহস্পতিবারের মর্টার হামলা হয়। হামলায় নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। প্রেসিডেন্ট আসাদ বিরোধী উগ্র তাকফিরি সন্ত্রাসীরা সাম্প্রতিক সময়ে সিরিয়ার বেসামরিক নাগরিকদের ওপর হামলা জোরদার করেছে। সিরিয়ার সরকারের বিরুদ্ধে সন্ত্রাসীরা সশস্ত্র লড়াই করলেও দেশটির কোথাও সরকার বিরোধী বিক্ষোভের কথা শোনা যায় নি। প্রতিবেদনটি রেডিও তেহরানএর কিন্তু প্রেসিডেন্ট আসাদের পক্ষে মাঝেমধ্যেই বিশাল বিশাল মিছিল ও জনসমাবেশ হচ্ছে।

Exit mobile version