ব্রিটেনের সিনিয়র পররাষ্ট্রমন্ত্রী সোমবার ঢাকা আসছেন

স্টাফ করেসপন্ডেন্ট ঢাকা: যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক সিনিয়র মন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সি সোমবার ঢাকা সফরে আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পর এটি হবে ওয়ার্সির প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বাংলাদেশে অবস্থানকালে তিনি সিলেট সফরে যাবেন এবং সেখানে তিনি স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। যুক্তরাজ্যের সঙ্গে পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিরা এতে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সহযোগিতার নানা উপায় নিয়ে কাজ করার পাশাপাশি তিনি আনুষ্ঠানিকভাবে নতুন প্রাইম টাইম ভিসা সার্ভিসের উদ্বোধন করবেন। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে যুক্তরাজ্য অঙ্গীকারাবদ্ধ।

সফরকালে তিনি বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন উপায় খতিয়ে দেখবেন।

সম্পাদনা/নূরনবী আহমেদ /১৭.৩৫ঘ /১৭ফেব্রয়ারি

Exit mobile version