পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পর এটি হবে ওয়ার্সির প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বাংলাদেশে অবস্থানকালে তিনি সিলেট সফরে যাবেন এবং সেখানে তিনি স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। যুক্তরাজ্যের সঙ্গে পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিরা এতে অংশগ্রহণ করবেন।
বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সহযোগিতার নানা উপায় নিয়ে কাজ করার পাশাপাশি তিনি আনুষ্ঠানিকভাবে নতুন প্রাইম টাইম ভিসা সার্ভিসের উদ্বোধন করবেন। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে যুক্তরাজ্য অঙ্গীকারাবদ্ধ।
সফরকালে তিনি বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন উপায় খতিয়ে দেখবেন।
সম্পাদনা/নূরনবী আহমেদ /১৭.৩৫ঘ /১৭ফেব্রয়ারি