পর্ন সিনেমায় আসক্ত নারীরা একাধিক সঙ্গী বেছে নেন

জি নিউজ ডেস্কঃ- নতুন এক গবেষণায় দেখা গেছে, পর্ন সিনেমা দেখার ফলে অতিমাত্রায় যৌনকর্মে আসক্ত হয়ে পড়েন নারীরা। এটা কোনো উদ্ভট কল্পনা নয় বরং নিরেট প্রমাণ পাওয়া গেছে বলে জানান গবেষকরা।যৌনকর্মের প্রতি নারী আসক্ত হয়ে পড়লে কী করেন?- এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশেষজ্ঞরা ১০০০ জন নারীর ওপর গবেষণা করেন। জার্মানিতে পরিচালিত ওই গবেষণায় নারীরা জানান, তারা নিয়মিত পর্ন সিনেমা দেখেন এবং তাদের একাধিক যৌনসঙ্গী রয়েছে।গবেষকরা এই নারীদের যৌন আসক্তিপূর্ণ আচরণ পর্যবেক্ষণের জন্য বিশেষভাবে সাজানো কিছু প্রশ্ন করেন। দেখা গেছে, যে নারী যত বেশি পর্ন দেখেন তিনি ততো ভালো করে এসব প্রশ্নের জবাব দিয়েছেন।এর আগে যৌন আসক্তি নিয়ে পুরুষদের ওপর গবেষণা পরিচালিত হয়। এবার নারীদের ওপর হলো বলে জানান গবেষকরা। তাঁরা জানান, যৌন আচরণের ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীরা বেশি কল্পনাপ্রবণ হয়ে থাকেন।গবেষণায় আরো বলা হয়, এ ধরনের নারীরা তাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এসব আচরণ প্রয়োগ করেন। তবে বিষয়টি স্বাভাবিক কি না বা এসব নারীদের চিকিৎসার প্রয়োজন কি না তা এখনো স্পষ্ট নয় গবেষকদের কাছে। এই গবেষণা প্রতিবেদনটি লাইভ সায়েন্সে প্রকাশিত হয়।সূত্র : হিন্দুস্তান টাইমস

Exit mobile version