গাজায় শহীদ ১৫০’র বেশি: রকেট হামলা চলছে

আন্তর্জাতিক ডেস্কঃ- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে এ পর্যন্ত ১৫০ জনের বেশি শহীদ হয়েছে। ইসরাইলের সর্বশেষ হামলায় অন্তত ১৫ জন শহীদ হয়েছে। গত মঙ্গলবার থেকে গাজার বিরুদ্ধে হামলা শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। এদিকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস রকেট ছুঁড়ে ইসরাইলি বর্বরতার জবাব দেয়া অব্যাহত রেখেছে। ইসরাইলি বিমানগুলো গাজা শহরের কয়েকটি স্থানে আঘাত হেনেছে। এ ছাড়া, রাফা, বেইত লাহিয়া এবং জাবালিয়া শহরেও ইহুদিবাদী ইসরাইলের হামলা হয়েছে। গাজার কেন্দ্রস্থলে বুরেজি শরণার্থী এবং শেখ রাদওয়ান অঞ্চলেও হামলা হয়েছে। বিমান হামলার পর গাজার নগরীর শিল্প এলাকায় ভয়াবহ আগুন ধরে যায়। এদিকে, ফিলিস্তিনিরা পবিত্র রমজান মাসে অব্যাহত ইহুদিবাদী এ সব হামলার জবাব দিয়েছে রকেট ছুঁড়ে। তেল আবিব এবং পূর্ব আল-কুদস(জেরুজালেম) এ হামলার হাত থেকে রেহাই পায় নি। তেল আবিব ও পূর্ব আল-কুদসে অন্তত ১০ দফা রকেট হামলা করেছে হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল- কাসসাম ব্রিগেড। খবর-রেডিও তেহরান,জে-৮০ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের বিরুদ্ধে হামলা করা হবে বলে হামাসের ঘোষণার পরই গান ইয়াভনে শহরে দু’টি রকেট হামলা করেছে।

Exit mobile version