উত্তরা য় যুবলীগের ক্যাডারদের হামলার শিকার হলেন, যুবদলের মজুমদার মাসুম

জি নিউজ প্রতিনিধি, উত্তরা , রাজধানীর উত্তরা য় স্থানীয় যুব লীগ ক্যাডারদের হামলার    শিকার হলেন উত্তরা থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস মজুমদার মাসুম      (৩০ )। সকাল ১১ টার দিকে  উত্তরাস্থ রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে থেকে স্থানীয় জনগণ গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে এবং পরবর্তীতে   পুলিশি সহায়তায় উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক      হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে মাসুমের পরিবারকে জানান। হাসপাতাল সূত্রে জানা গেছে, মাসুমের পেটের ডান দিকে লোহার রড ঢুকিয়ে দেয়া হয়েছে। পেট ছাড়া আর কোথাও গুরুতর কোন আঘাত নেই বলে জানা গেছে। আহত যুবদল নেতা মাসুম জানান সকাল ১১টার দিকে বাসা থেকে বের হয়ে রাজলক্ষ্মী মার্কেটে যাওয়ার জন্য রিকসা নেই। মার্কেটের সামনে রিকসা থেকে নেমে  ভাড়া দেওয়ার সময় হঠাৎ করে উত্তরা ১নং ওয়ার্ড যুবলীগের  অর্থ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মাহীর নেতৃত্বে  ৭ /৮ জনের এক ক্যাডার বাহিনী  চাপাতি ছুরি ও লোহার রড নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমি  মাহীর কাছে অনুরোধ করি আমাকে ছেড়ে দেয়ার জন্য, কিন্তু সে তাতে কর্ণপাত না করে তার ক্যাডার বাহিনীকে উল্টো আমাকে মেরে ফেলতে নির্দেশ দেয়। আমি প্রাণভয়ে চিৎকার করলে আশেপাশের মানুষ  জন ছুটে আসতে শুরু করলে মাহী ও তার ক্যাডার বাহিনী পালিয়ে যায়।

তা;২৩/৪/২০১৩

Exit mobile version