ঝিনাইদহে বাস-ট্রেন সংঘর্ষ : নিহত ১০ আহত অর্ধশতাধিক

জি নিউজ অনলাইনঃ- ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বারোবাজার রেলক্রসিংয়ে বাস-ট্রেনের সংঘর্ষে ১০ জন নিহত, আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক।আজ শুক্রবার ভোরে রাতে বারোবাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর থেকে খুলনার দিকে যাচ্ছিল। এদিকেনিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।ডিআরপি পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতার চালাচ্ছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৪টার দিকে কালিগঞ্জের সাঁকো গ্রাম থেকে হিন্দু সম্প্রদায়ের বিয়ের বরযাত্রীবাহী একটি বাস পাশের উপজেলা শৈলকুপা যাচ্ছিল। রাত ৪টার দিকে বারোবাজার রেলক্রসিং আসলে শরিয়তপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয় আর আহত হয় প্রায় অর্ধশতাধিক।নিহতের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন বিপ্লব (৩০) সুধির (২০), শোভন (৩২), উজ্জল দাস (৩৫), সুজয় (৩৫) ত্রিশমা সাহা (২২), বন্যা সাহা (১২) কৌশিক সাহা (৩৮) এদের সবার বাড়ি শৈলকুপার ফুলহরি ও কালিগঞ্জ গ্রামে।এদিকে ঘটনাস্থলে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন । এছাড়া আহতদের ঝিনাইদহ, কালীগঞ্জ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩০ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে যশোরে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।এঘটনায় উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা যায়।

Exit mobile version