দীর্ঘক্ষণ কাজে বাড়ে ধূমপান

অনলাইন ডেস্কঃ- দীর্ঘ সময় ধরে কাজ করার সঙ্গে ধূমপানের সম্পর্ক খুঁজে পেয়েছেন যুক্তরাজ্যের একদল গবেষক,দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সতর্ক করে আসছেন। এবার দীর্ঘ সময় ধরে কাজ করার সঙ্গে ধূমপানের সম্পর্ক খুঁজে পেয়েছেন যুক্তরাজ্যের একদল গবেষক।যুক্তরাজ্যের লাফবোরাহ ইউনিভার্সিটির গবেষকদের ওই গবেষণার ফল সম্প্রতি স্বাস্থ্য বিষয়ক জার্নাল ‘সোশ্যাল সায়েন্স অ্যান্ড মেডিসিন’-এ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ধূমপায়ীরা সাধারণত মানসিক চাপ কমানোর উপায় হিসেবে ধূমপান উপভোগ করেন। আর দীর্ঘ সময় ধরে কাজ করার ফলে বাড়তি যে মানসিক চাপ তৈরি হয় তা তাদের ধূমপানের চাহিদাও বাড়িয়ে দেয়। এমনকি যারা দীর্ঘ সময় ধরে (সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি) কাজ করেন তাদের ধূমপান শুরু করার সম্ভাবনা বেড়ে যায় বলেও গবেষণায় দাবি করা হয়েছে। বিষয়টি ব্যাখ্যা করে গবেষক দলের একজন অধ্যাপক অ্যান্ডি কার্লউড বলেন, ‘যখন ধূমপায়ীরা সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কাজ করেন, তখন তাদের ধূমপান ত্যাগের সম্ভাবনা খুবই কমে যায়। যেহেতু তাদের কাজের সময় বেড়ে যায়, তাই তারা ধূমপান ত্যাগে অনাগ্রহী হয়ে ওঠেন।’ প্রায় ১৯ বছর ধরে চালানো এ গবেষণায় ২০ হাজারেরও বেশি ব্যক্তির ধূমপানজনিত আচরণ পর্যালোচনা করা হয়। গবেষণার ফলাফলে দেখা গেছে, সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করেন এমন ব্যক্তিদের তুলনায় যারা সপ্তাহে ৪০-৬০ ঘণ্টার বেশি কাজ করেন তাদের ধূমপান ত্যাগের হার অর্ধেকেরও কম। এ প্রসঙ্গে অধ্যাপক কার্লউড বলেন, ‘এমনকি যারা নিজের কাজটিকে পছন্দ করেন এবং নিজের ইচ্ছাতেই দীর্ঘ সময় কাজ করতে আগ্রহী হন, দীর্ঘ সময় ধরে কাজ করার ফলে তাদের ওপরও মানসিক চাপ বাড়ে এবং কাজে আনন্দ কমে যায়।’ সূত্র:এনডিটিভি

Exit mobile version