গাজীপুরে ময়মনসিংহ মহাসড়কে ব্যাপক গাড়ি ভাংচুর : বিক্ষুব্ধ পোশাক শ্রমিককেরা

গাজীপুর প্রতিনিধি ,জি নিউজ ঃ সাভার রানা প্লাজা নামের একটি বহুতল ভবন বুধবার সকালে ধসে পরা র ঘটনার  স্মরণে সরকার ঘোষিত জাতীয় শোক দিবসে সাধারণ ছুটি ঘোষণা না করার প্রতিবাদে, বৃহস্পতিবার গাজীপুরের   টঙ্গী কোনাবাড়ী ও জয়দেবপুর চৌরাস্তা এলাকায় সড়কে নেমে আসে কয়েক হাজার শ্রমিক। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-গাজীপুর সড়কে নেমে কয়েকটি গাড়ি ভাংচুর করে তারা। এ  সময় পরিবহন শ্রমিকরা একজন পোশাক শ্রমিককে ধরে নিয়ে গেছে বলে  গুজব ছড়িয়ে পড়লে  ব্যাপক গাড়ি ভাংচুর শুরু করে বিক্ষুব্ধরা পোশাক শ্রমিকরা । সড়ক অবরোধ ও আড়ং দুধের কারখানায় অগ্নিসংযোগের সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের গাড়ি  ঘটনাস্থলে এলেও শ্রমিকদের বাধায় ওই এলাকায় ঢুকতে পারেননি তারা। এতে টঙ্গী থেকে গাজীপুর-ময়মনসিংহ সড়কে  এবং জয়দেবপুর চৌরাস্তা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে বেলা ১২টার দিকে শ্রমিকরা সড়ক  থেকে সরে যায় বলে জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান। শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে এদিন গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পুলিশ  ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টার দিকে সদর উপজেলার নাওজোর এলাকার দিগন্ত সোয়েটার, ভোগড়া এলাকার স্টার লাইট সোয়েটার, নেকসাস সোয়েটার, গরীব অ্যান্ড গরীব সোয়েটার ও মাইশা-মনিশা পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানার  কয়েক হাজার শ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা । শেষ খবর পাওয়া পর্যন্ত  শ্রমিকদের শান্ত করে অবরুদ্ধ মহাসড়কে যান চলাচল স্বাভাবিকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

জি নিউজ  তা;২৫/৪/২০১৩

Exit mobile version