অপারেশন জারবে আয্ব: ৯১০ তালেবান ও ৮২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:- পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৯১০ জন তালেবান সন্ত্রাসী ও ৮২ জন সেনা নিহত হয়েছে।

 পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতির মাধ্যম বুধবার এ তথ্য দিয়েছে। তবে, সেনাবাহিনীর এ তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা যায় নি কারণ উপজাতি অধ্যুষিত ওই এলাকায় সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।

 বিবৃতিতে বলা হয়েছে- গত ১৫ জুন থেকে শুরু হওয়া অপারেশন জারবে আয্‌ব-এ বিস্ফোরক ও অস্ত্র তৈরির মোট ২৭টি কারখানা ধ্বংস করা হয়েছে। এ অভিযান এখনো পরিকল্পনা অনুযায়ী ঠিকমতো এগিয়ে চলেছে বলে জানানো হয়েছে আইএসপিআর’র বিবৃতিতে।

 সামরিক বাহিনী জানিয়েছে, তালেবান বিরোধী অভিযান শুরুর পর এ পর্যন্ত তারা মিরামশাহ, মিরআলী, দাত্তাখেল, বয়া এবং দেগানের মতো গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিতে পেরেছে।খবর-রেডিও তেহরান, এছাড়া, খাজুরি-মিরআলী-মিরানশাহ-দাত্তাখেল সড়কের ৮০ কিলোমিটার তারা তালেবান মুক্ত করতে সক্ষম হয়েছে। এ সময় প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং ধ্বংস করা হয়।

Exit mobile version