শাহীদ আফ্রিদিকে টি-২০ দলের ক্যাপ্টেন ঘোষণা; চাপে পড়বেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক:- পাকিস্তান টি-টুয়েন্টি ক্রিকেট দলের নতুন ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে সেনসেশনাল অলরাউন্ডার শাহীদ আফ্রিদিকে।  গতকাল মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। এছাড়া, আগামী ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটের জন্য বর্তমান অধিনায়ক মিসবাহ উল-হককে বহাল রাখারও ঘোষণা দিয়েছে পিসিবি।

 টি-২০ ক্রিকেট দলের জন্য বিশেষজ্ঞদের সঙ্গে সর্বাত্মক পরামর্শের পর পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার এম খান শাহীদ আফ্রিদিকে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা দিলেন। টি-২০ দলের অধিনায়ক হিসেবে সবাই শহীদ আফ্রিদির ব্যাপারে একমত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন।

 বাংলাদেশে অনুষ্ঠিত গত টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল দারুনভাবে ব্যর্থ হওয়ার পর অধিনায়ক মুহাম্মাদ হাফিজ পদত্যাগ করেন। শাহীদ আফিদি তার সে শূন্যস্থান পূরণ করবেন। গত মাসে গণমাধ্যমে কথা বলার সময় আফ্রিদি বলেছিলেন, সুযোগ পেলে তিনি আবার দলের অধিনায়কের দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছেন। আসন্ন সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজ্যিলান্ডের বিরুদ্ধে পাকিস্তান তিনটি টি-২০ ম্যাচ খেলবে। আগামী ৫ অক্টোবর থেকে দুবাই স্টেডিয়ামে এ সিরিজ শুরু হবে।

 এদিকে, একটি সূত্রের বরাত দিয়ে ডন বলছে- শাহীদ আফ্রিদিকে অধিনায়ক করার কারণে কিছুটা চাপে পড়তে পারেন ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক মিসবাহ উল-হক। এ খাতে তার সাফল্যের হার ততটা ভালো নয়। সে ক্ষেত্রে টি-২০ সিরিজে ভালো করলে আফ্রিদির জন্য ওয়ানডে দলের অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এমনকি ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটের আগে ওয়ানডে দলের জন্য তাকে অধিনায়ক মনোনীত করা হতে পারে।

 আফ্রিদি এর আগে অধিনায়ক হিসেবে ৩৪ ম্যাচের মধ্যে ১৮টিতে বিজয় এনে দিয়েছিলেন। এর বিপরীতে ১৫টিতে হার এবং একটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়।খবর:রেডিও তেহরান, অবশ্য, টি-২০ ম্যাচের শাহীদ আফ্রিদির রেকর্ড ততটা উজ্জ্বল নয়। তিনি ১৯টি ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন আটটিতে আর হারের মুখ দেখেছেন ‌১১টিতে।

Exit mobile version