কাশ্মীরে বন্যা: এখনো অসংখ্য মানুষ ঘরহারা; দিল্লির ভূমিকায় অসন্তোষ

আন্তর্জাতিক ডেস্ক:- ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বন্যার্ত হাজার হাজার মানুষ এখনও ঘরে ফিরতে পারেনি। দুই সপ্তাহ আগে ঝিলাম নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে এবং মারাত্মক বন্যা দেখা দেয়। বন্যায় তিনশ’রও বেশি লোক মারা গেছে এবং ২ লাখ ৮৭ হাজার লোক ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

 কাশ্মীরের একজন অধিবাসী প্রেস টিভিকে বলেছেন, “তারা ঘরে ফিরতে ভয় পাচ্ছেন। কারণ এখন পর্যন্ত ঘর-বাড়িতে পানি আটকে আছে। এছাড়া অনেকের বাড়ি ভেঙে গেছে অথবা পানিতে ভেসে গেছে।” বন্যার্তদের সহযোগিতার ক্ষেত্রে সরকারের পদক্ষেপ অপ্রতুল বলে অভিযোগ করে কাশ্মীরের অধিবাসীরা। তারা বলেছেন, সরকারের উদ্ধার ও ত্রাণ তৎপরতার বিষয়ে কাশ্মীরের অধিবাসীরা অসন্তুষ্ট। বন্যা পরবর্তী পুনর্গঠনেও সরকারের আন্তরিকতা নেই বলে বন্যার্তরা মন্তব্য করেছেন।

 একজন বন্যার্ত কাশ্মীরি বলেছেন, বন্যার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পূর্বাভাস দেয়া হয়নি। এ কারণে লোকজন সময়মতো নিরাপদ স্থানে সরে যেতে পারেনি। তার চোখের সামনেই বহু লোক মারা গেছে বলে তিনি জানিয়েছেন।খবর:রেডিও তেহরান, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, এখন বন্যাদূর্গত এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়তে পারে। এরইমধ্যে অনেকেই চর্মরোগে আক্রান্ত হয়েছে বলে তারা জানিয়েছেন।

Exit mobile version