হাইকোর্টের নির্দেশ পালন করতে আগৈলঝাড়ার বিভিন্ন সড়কে অবৈধ নসিমন করিমন আটক

agঅপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে বরিশালের আগৈলঝাড়ায় নসিমন করিমন বন্ধে বুধবার দুপুর থেকে মাঠে নেমেছে পুলিশ। আটক করেছে ১৯টি অবৈধ যানবাহন। মূহুর্তের মধ্যে মোবাইল ফোনে গাড়ি আটকের খবর জানাজানি হলে উপজেলা সদরসহ প্রত্যন্ত এলাকার সড়কগুলো নসিমন, করিমন, ইজিবাইক মুক্ত হয়ে পরে। বুধবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী অবৈধ নসিমন, করিমন, ইজিবাইক ও ভটভটি আটক করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। তিনি জানান, এক রিট আবেদনের প্রাথমিক শুনানী শেষে গত ১৫ সেপ্টেম্বর হাইকের্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমš^য়ে গঠিত বেঞ্চ ৭২ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। রায়ে দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা, মাদারীপুর, ফরিদপুর ও রাজবাড়ি জেলার বিভিন্ন সড়কে অবৈধ নসিমন, করিমন, ভটভটি, মাহেন্দ্র এবং ইজিবাইক চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়। আটক যানবাহন মালিকরা জানান, সরকার তাদের গাড়ি চালানো বন্ধ করে দিলে তারা বেকার হয়ে পড়বে। রুটি-রুজির পথ বন্ধ হলে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে তাদের।

Exit mobile version