লিবিয়ায় জরুরি অবস্থা ঘোষণা, সেনা সদস্যদের সব ছুটি বাতিল

দুই দল সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ চলাকালে ত্রিপোলির একটি সড়কের দৃশ্য(ফাইল ছবি)

আন্তর্জাতিক ডেস্ক:- লিবিয়ার সেনাপ্রধান আবদুর রাজ্জাক নাজুরি দেশটিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আত থানি’র নতুন মন্ত্রিসভা লিবিয়ার সংসদ বাতিল করার পরই জরুরি অবস্থা ঘোষণা করা হলো।এ ঘোষণার পর সব সেনা সদস্যের ছুটি বাতিল করে দেয়া হয়েছে এবং দেশটিতে উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাদেরকে নিজ নিজ ইউনিটে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সব সেনা কর্মকর্তা ও সেনা সদস্যের প্রতি উগ্রবাদী অপরাধীদের বিরুদ্ধে লড়াইয়ে নামার অনুরোধ জানিয়েছেন লিবিয়ার নতুন নির্বাচিত সেনাপ্রধান। সন্ত্রাসবাদ বিরোধী এ লড়াইয়ে অংশ নেয়ার জন্য  লিবিয়ার যুব সমাজের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। দেশটির সশস্ত্র গোষ্ঠী ‘ফজর লিবিয়া’ জোটের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ আহ্বান জানান তিনি। রাজধানী ত্রিপোলি এবং বেনগাজি শহরের বেশির ভাগ এলাকায় এ গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।খবর:রেডিও তেহরান, এ জোটের প্রধান গোষ্ঠীকে লিবিয়ার সংসদ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে।

Exit mobile version