আইএসআইএল’র ওপর কুর্দিদের ত্রিমুখী হামলা

আন্তর্জাতিক ডেস্ক:- ইরাকের উত্তরাঞ্চলে তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে কুর্দি পেশমার্গা যোদ্ধারা তিন দিক থেকে সামিরক অভিযান শুরু করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিনিয়র কুর্দি কমান্ডার জানান, পেশমার্গা যোদ্ধারা গতকাল মঙ্গলবার খুব সকালে মসুল শহরের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী রাবিয়া শহরে আইএসআইএল সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালায়। সাউদিয়া ও মাহমুদিয়া এলাকা মুক্ত করার পর কুর্দি যোদ্ধারা হামলা চালায় রাবিয়া শহরে এবং সেখানে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে।

 সূত্র জানিয়েছে, কুর্দি যোদ্ধারা উত্তর ইরাকের জুমার শহরেও একই ধরনের হামলা চালিয়েছে। এছাড়া, তেলসমৃদ্ধ কিরকুক নগরীর কাছে দাকুক শহরের আশপাশের কয়েকটি এলাকা মুক্ত করেছে কুর্দি যোদ্ধারা। গত ১০ জুন থেকে এসব এলাকা তাকফিরি সন্ত্রাসীদের দখলে ছিল।খবর:রেডিও তেহরান, আইএসআইএল সন্ত্রাসীদের সৃষ্টির ক্ষেত্রে যেসব পশ্চিমা দেশ সরাসরি ভূমিকা রেখেছিল সেইসব দেশ এখন কুর্দি যোদ্ধাদেরকে অস্ত্র দিচ্ছে।

Exit mobile version