গ্রামীণ ব্যাংকের কমিশন প্রতিবেদন নিয়ে কথা বলবেন মুহিত

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতএফএনএস : গ্রামীণ ব্যাংক কমিশনের প্রতিবেদন সম্পর্কে দু’এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তিনি বলেন, �আমি গ্রামীণ ব্যাংকের বিষয়ে দু’এক দিনের মধ্যেই কথা বলব। আজ সময় নেই।� এ সময় সাংবাদিকরা তার কাছে গ্রামীণ ব্যাংকের বিষয়ে গঠিত কমিশনের প্রতিবেদন প্রাপ্তির বিষয়ে জানতে চান। মুহিত বলেন, �সম্প্রতি পত্রিকায় যেসব খবর বেরিয়েছে সেগুলো আমি ইতালির রোমে সেখানকার সাংবাদিকদের বলেছি। বলেছি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রতিনিধিদেরও। এছাড়া আল জাজিরাকে এক সাক্ষাৎকারে আমাদের অর্থনীতি, পদ্মা সেতু এবং গ্রামীণ ব্যাংকের বিষয়ে কথা বলেছি। তবে এর কিছু সর্বশেষ ঘটনা আছে। আমি খুব শিগগিরই তা জানাবো।�
সম্পাদনা/নূরনবী আহমেদ /১২.০২ঘ /১৮ ফেব্রয়ারি

Exit mobile version