সাবেক পানিসম্পদ মন্ত্রী আ. রাজ্জাকের ব্যক্তিগত কর্মকর্তা মুক্তিযোদ্ধা বিপ­ব সমাদ্দার আর নেই

Photo- Agailjhara. 16-10-2014অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পানিসম্পদ মন্ত্রী প্রয়াত আ. রাজ্জাকের ব্যক্তিগত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা বিপ­ব সমাদ্দার (৭০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামের নিজবাড়ি পরলোক গমণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২মেয়ে, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ধর্মীয় অনুষ্ঠান শেষে উপজেলার বাগধা গ্রামের পারিবারিক শ্মশানে রাষ্টীয় মর্যদায় তার অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো.ইউনুস, অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার, বিশিষ্ট সাংবাদিক অজয় দাশগুপ্ত, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, আগৈলঝাড়া প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকসহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Exit mobile version