আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় তারেক হোসেন খান (১৯) নামে এক কলেজছাত্র আÍহত্যা করেছেন।সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শমসেরনগর বিমান বাহিনীর কোয়ার্টার থেকে পুলিশ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।তারেক হোসেন খান কুলাউড়া উপজেলা শহরের সাদেকপুর গ্রামের সোহরাব হোসেন খানের ছেলে ও শমসেরনগর শাহিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।পুলিশ সূত্রে জানা যায়, তারেক তার মামা শমসেরনগর বিমান বাহিনীর সার্জেন্ট সাদেক মিয়ার বাসায় থেকে পড়ালেখা করতো। সোমবার ভোরে তারেকের কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন তার র“মের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত— মৃতদেহ দেখতে পায়।পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম ঘটিত কারণে এ ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।