সিগারেট বা তামাক জাতীয় পণ্য ২১ বছরের নীচে বিক্রিয় নিষিদ্ধ

gnewsঅনলাইন ডেস্ক ,জি নিউজ ঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবার ২১ বছরের নীচে কারও কাছে সিগারেট বা তামাক জাতীয় পণ্য বিক্রিয় নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নিউ ইয়র্কের বিভিন্ন স্কুলের কমপক্ষে ২০ হাজার কিশোর ধূমপানে আসক্ত। এদের কথা মাথায় রেখেইে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শহরে এ ধরনের আইন করা হচ্ছে। নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার ক্রিস্টিন কুইন এ সংক্রান্ত একটি আইনের প্রস্তাব করেছেন। এ প্রস্তাবে তামাক জাতীয় পণ্য কেনার ক্ষেত্রে বয়সের সীমা ১৮ থেকে ২১ বছর নির্ধারণের সুপারিশ করা হয়েছে।  এক বিবৃতিতে তিনি বলেছেন প্রাপ্ত বয়স্কদের অনেকেই ২১ বছরের আগে এ ভয়াবহ বদ অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েন। আমাদের শিশু এবং কিশোরদের জন্য ধূমপান শুরুর বয়সটা বাড়িয়ে দেয়ার মাধ্যমে তাদের ধূমপানের প্রবণতা শুরুর বাধাগ্রস্ত করা হবে এবং এভাবে আমার একটি স্বাস্থ্যকর শহর তৈরি করার সুযোগ পাবো।

Exit mobile version