নারী উদ্যোক্তা শারিতা মিল্লাত আইডব্লিউইসি এ্যাওয়ার্ড পাচ্ছেন

নলাইন ডেস্ক:- আইডব্লিউইসি (ইন্টারন্যাশনাল ওমেনস এন্টাপ্রেনিউরিয়াল চ্যালেঞ্জ এ্যাওয়ার্ড) পাচ্ছেন এফবিসিসিআই’র নারী উদ্যোক্তা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এবং ভ্যারিতাস ফার্মাসিউটিক্যালস লি. এর ব্যবস্থাপনা পরিচালক মিসেস শারিতা মিল্লাত। চেম্বার ট্রেড সুইডেনের আয়োজনে দ্যা এইটটিথ অ্যানুয়াল ইন্টারন্যশনাল ওমেনস চ্যালেঞ্জ কনফারেন্স উপলক্ষে এই এ্যওয়ার্ড প্রদান করা হবে। ১৬-১৯ নভেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এই এ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এ্যাওয়ার্ড গ্রহণের জন্য মিসেস শারিতা মিল্লাত সুইডেনের রাজধানী স্টকহোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সকল নারী উদ্যোক্তা প্রতিকূল পরিবেশে অবস্থান করে প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করেন তাদেরকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।
এফবিসিসিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর যুক্তরাজ্য, স্পেন, সুইডেন ,আফ্রিকা, ফিলিপাইন, অষ্ট্রেলিয়া, র্সাবিয়া, নাইজেরিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাস্ট্র, পেরু, তুরস্ক, তাইওয়ান, ইথোপিয়া, ফিলিপাইনস, বাংলাদেশ এবং ভারতসহ বিশ্বের ১৮ টি দেশ থেকে মোট ৩২ জন নারী উদ্যোক্তাকে এই পুরস্কার প্রদান করা হবে।

ভ্যারিতাস র্ফামাসিউটিক্যালস লি. ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের নারী উদ্যোক্তা মিসেস শারিতা মিল্লাতকে ঔষধ শিল্প ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই এ্যাওয়ার্ড প্রদান করা হবে।

উল্লেখ্য, এফবিসিসিআই-এর প্রথম সহ-সভাপতি মিসেস মনোয়ারা হাকিম আলীকে বাংলাদেশ থেকে ২০১০ সালে প্রথম এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Exit mobile version