কোলকাতা ফিল্ম ফেস্টিভালে ইরানি নির্মাতা ও অভিনেত্রীকে সম্মাননা

অনলাইন ডেস্ক:- ইরানি অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা নিকি কারিমি ভারতের কোলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (কেআইএফএফ) সম্মাননা পেতে যাচ্ছেন। চলচ্চিত্র উৎসবের ‘নিউ হরিজন’ সেকশনে কারিমি অভিনীত চলচ্চিত্র প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়েছে। একইভাবে এবারের কোলকাতা ফিল্ম উৎসবে বিচারক প্যানেলেও থাকছেন তিনি।নিকি কারিমি অন্তত ২৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কার পেয়েছেন। তিনি অসংখ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে কাজ করেছেন। ভারতের পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও (পিআইএফএফ) সম্প্রতি তিনি জুরি প্যানেলের একজন ছিলেন। নিকি কারিমি চলচ্চিত্রে পদার্পন করেন ‘দ্য ব্রাইড’-র মাধ্যমে। ইরানের বিখ্যাত চলচ্চিত্রকার বেহরুজ আফখামি’র এই চলচ্চিত্রে অভিনয় করে নিকি ১৯৯২ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। সান সেবাস্তিয়ান অ্যান্ড ন্যান্টেস ফিল্ম ফেস্টিভালে তিনি এই পুরস্কার লাভ করেন। দারিয়ুশ মেহেরজুই’র ‘সারা’ ও ‘পরী’ ছবিতেও তিনি অসাধারণ অভিনয় করে সাড়া ফেলেন।চলচ্চিত্র পরিচালনার কাজ শুরু করেছেন ২০০৪ সালে। তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ওয়ান নাইট’। তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘আ ফিউ ডেইজ লেইটার’ (২০০৬)। দুটি ছবিই রোম ফিল্ম ফেস্টিভালে ব্যাপক সাড়া জাগিয়েছে। তাঁর সর্বশেষ চলচ্চিত্র ‘ফাইনাল হুইসল’ ইরানসহ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ব্যাপক দর্শক নন্দিত হয়েছে। খবর:রেডিও তেহরান, কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১০ নভেম্বর শুরু হয়েছে, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

Exit mobile version