প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি ট্রেন শ্রীপুরের মাইজপাড়া রেলক্রসিং পার হওয়ার আগ মুহুর্তে একটি পিকআপ রেললাইনে উঠে যায়। এ সময় ট্রেনের ধাক্কা লেগে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। পিকআপে থাকা ৮ যাত্রী আহত হন। এছাড়া ট্রেনের ছাদের ওপর থেকে ছিটকে পড়ে ৩ যাত্রী মারা যান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির। তিনি জানান ঘটনাস্থলে পুলিশ রয়েছে।