১৫টি কি-বোর্ড শর্টকাট যা অবশ্যই জানা উচিত

তথ্য ডেস্ক:- আমরা সাধারণত কি-বোর্ড দিয়ে লিখি। তবে অনেক কাজে ব্যবহার করি মাউস। কিন্তু সময় বাঁচাতে কি-বোর্ড শর্টকাটের বিকল্প নেই। আমরা জানি না। তাই ব্যবহার ক
রি না। আসুন জেনে নিই কিছু কি-বোর্ড শর্টকাট।
Ctrl+F : ডকুমেন্ট বা ওয়েব পেজে কোনো কিছু খুঁজতে ব্যবহার করতে পারেন এ শর্টকাট। দেখুন না কত সহজে খুঁজে বের করা যায় প্রয়োজনীয় তথ্য। এক সমীক্ষায় দেখা গেছে ৯০ শতাংশ ব্যববহারকারীই এ শর্টকাট কখনো ব্যবহার করেননি। আপনিও কি তাদের দলে?
Ctrl+Tab : ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলোতে একের পর এক যেতে ব্যবহার করতে পারেন এ শর্টকাট।
Ctrl+Shift+Tab : ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলো বিপরীতমুখী ভ্রমণে ব্যবহার করতে পারেন এই শর্টকাট।
Alt+Tab : ব্রাউজার থেকে ট্যাবসম্পন্ন কোনো অ্যাপ্লিকেশনে যেতে অথবা পুনরায় ব্রাউজারে যেতে ব্যবহৃত হয় এই শর্টকাট।
Ctrl+T : ব্রাউজারের একই উইন্ডোতে নতুন ট্যাব খুলতে ব্যবহার করা যাবে এ শর্টকাট।
Ctrl+N : ব্রাউজারের আলাদা উইন্ডো খুলতে এ শর্টকাট ব্যবহৃত হয়।
Ctrl+L : চলমান ট্যাবের অ্যাড্রেসবারে লিখতে এ শর্টকাটটি ব্যবহার করতে পারেন।
Ctrl+W : চলমান ট্যাবটি বন্ধ করতে ব্যবহার করতে পারেন শর্টকাটটি।
Ctrl+C : কোনো কিছু কপি করতে ব্যবহার করুন শর্টকাটটি।
Ctrl+X : কোনো কিছু কাট করতে ব্যবহার করুন শর্টকাটটি।
Ctrl+V : কপি বা কাটের পর পেস্ট করতে ব্যবহৃত হয় এ শর্টকাট।
Ctrl+Z : সর্বশেষ পরিবর্তনটি আনডু করতে চাইলে ব্যবহার করতে পারে এই শর্টকাটটি।
Ctrl+A : ডকুমেন্ট বা ওয়েবপেজের সব কিছু সেলেক্ট করতে ব্যবহৃত হয় এ শর্টকাট।
Ctrl+S : কোনো কিছু সেভ করতে ব্যবহার করুন এ শর্টকাট।
Shift+Ctrl+Right : কোনো শব্দের প্রথমে কার্সর রেখে এ শর্টকাট ব্যবহার করে সংশ্লিষ্ট শব্দটি সেলেক্ট করা যায়।
Ctrl+Right : পরবর্তী শব্দের শুরুতে কার্সর নিতে এ শর্টকাট ব্যবহার করা যায়।
এগুলো ছাড়া আরো অনেক কিবোর্ড শর্টকাট আছে। তাছাড়া সফটওয়ার ব্যবহার করে আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন আরো শর্টকাট। খবর:ক্যারিয়ার ইনটেলিজেন্স তাহলে শর্টকাট ব্যবহার করুন। আর সময় বাঁচিয়ে করুন আরো অনেক কাজ।

Exit mobile version