নিউ ইয়র্কে বিস্ফোরণের ফলে ২ ভবনে ধস: আহত অন্তত ১৯

বহুদূর থেকে আগুনের ফলে সৃষ্ট ধোঁয়া দেখা গেছে

আন্তর্জাতিক ডেস্ক:-  আমেরিকার নিউ ইয়র্ক শহরে একটি বিস্ফোরণের কারণে দুটি ভবন ধসের ঘটনায় অন্তত ১৯ ব্যক্তি আহত হয়েছে  বৃহস্পতিবার বিকেলের ওই বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনে চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়

 নগরীর মেয়র বিল ডে ব্ল্যাসিও বলেছেন, এখন পর্যন্ত কারো নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি তবে যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। কর্মকর্তারা মনে করছেন, বিস্ফোরণের আগ মুহূর্তে একটি ভবনের গ্যাস সরবরাহ লাইনে মেরামতের কাজ চলছিল

 বিস্ফোরণের ফলে ভবনটিতে আগুন ধরে যায় এবং দ্রুত সে আগুন পার্শ্ববর্তী ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সময় বহুদূর থেকে নগরীর ম্যানহাটান এলাকার আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও এক পর্যায়ে আগুন লেগে যাওয়া দুটি ভবনের একাংশ ধসে পড়ে

 নগর কর্তৃপক্ষ বায়ূ দুষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওই এলাকার অধিবাসীদের জানালা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। খবর:রেডিও তেহরান,নিউ ইয়র্কের ইস্ট হারলেম এলাকার একটি ভবনে গ্যাস বিস্ফোরণে আটজন নিহত প্রায় ৫০ জন আহত হওয়ার এক বছর পর ভবন ধসের ঘটনা ঘটল

 

Exit mobile version