এ ছবি এক বিবাহিত পুরুষের সঙ্গে এক বলিউড নায়িকার সম্পর্ক নিয়ে। মূলত কমেডি। ছবিতে নায়কের ভূমিকায় আছেন রাম কাপুর। তাঁর চরিত্র এক গুজরাটি ব্যবসায়ীর৷ রামের সঙ্গে সানির লীলা নিয়েই দেবাং ঢোলকিয়ার এ ছবি। ছবিতে বলিউড ডিভা সানির নাম সানায়া। সানায়াকে নিয়ে নানা স্বপ্ন দেখেন রাম কাপুরের অভিনীত চরিত্রটি। আর সেখানেই দেখা গেল রাস্তায় যেতে যেতে সানিকে মেরিলিন মনরোর মতো দেখছেন তিনি।
মিডল এজ ক্রাইসিসকেই কমেডির মোড়কে ছবিতে এনেছেন পরিচালক৷ তবে অনেকেই মনে করছেন সংলাপে ও দৃশ্যে এমন কিছু ইঙ্গিত আছে, যাতে আপত্তি তুলতে পারে সেন্সর বোর্ড৷ বিগত বেশ কিছু ছবিতে সংলাপে আপত্তি জানিয়েছে বোর্ড৷ কাটছাঁট করেই সে সব ছবি মুক্তি পেয়েছে৷ সানির লোচা সেন্সরের ছাড়পত্র পাবে কি না, তা নিয়ে প্রশ্ন অনেকেরই৷ ছবিতে রাম কাপুর, সানি ছাড়াও আছেন ইভলিন শর্মা, নভদীপ চোপড়া। খবর:ওয়েবসাইট, সেন্সরের আপত্তি না থাকলে আগামি ৮ মে মুক্তি পাবে সানির ‘কুছ কুছ লোচা হ্যায়’।