দর্শক জরিপে সবচেয়ে কাঙ্ক্ষিত পাওলি দাম

pd

বিনোদন ডেস্ক:-   কলকাতার সিনেমায় অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত নারী নির্বাচিত হয়েছেন পাওলি দাম টাইমস অব ইন্ডিয়া গ্রুপের দৈনিক কলকাতা টাইমস আয়োজিত এক দর্শক জরিপে ২০১৪ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর স্থান অধিকার করেন পাওলি দাম সম্প্রতি কাঙ্ক্ষিত ২০ নারীর তালিকা প্রকাশ করে কলকাতা টাইমস তালিকায় বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসান রয়েছেন ১৯ নম্বরে

৩৪ বছর বয়সী আবেদনময়ী অভিনেত্রী পাওলি তালিকায় এবার রাইমা সেনকে পেছনে ফেলেছেন গত বছর তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলেন পাওলি আর রাইমা ছিলেন প্রথম এবার দ্বিতীয় হয়েছেন রাইমা আর তৃতীয় স্থানে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়

তালিকায় পর্যায়ক্রমে রয়েছেন : পার্নো মিত্র, মিমি চক্রবর্তী, সোহিনী সরকার, ত্রিধা চৌধুরী, পায়েল সরকার, নুসরাত জাহান, রিয়া সেন, তনুশ্রী চক্রবর্তী পায়েল সরকারের মতো অভিনেত্রীরা সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর তালিকায় শীর্ষ স্থান অধিকার করায় ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাওলি সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

Exit mobile version