খালেদা জিয়ার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৮ জুন

অনলাইন ডেস্ক:-  জিয়া অরফানেজ ট্রাস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতির দুই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ১৮ জুন ধার্য করেছেন আদালত ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার সোমবার তারিখ ধার্য করেন মামলার হাজিরা দিতে সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে খালেদা জিয়া আদালতের এজলাস কক্ষে হাজির হন দুপুর ১২টা ৩৫ মিনিটে খালেদা জিয়া আদালত ত্যাগ করেন খালেদা জিয়া আদালতে হাজিরের আগেই আজ সোমবার সকালে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়
এদিকে খালেদা জিয়ার অনুপস্থিতিতে যে সব সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তা বাতিল চেয়ে নতুন করে সাক্ষ্য নেয়ার আবেদন দাখিল করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জয়নুল আবেদীন মেজবাহ
নিয়ে বেগম খালেদা জিয়া চারবার বিশেষ জজ আদালতে হাজিরা দিতে উপস্থিত হন ২০১৪ সালের ২৪ ডিসেম্বর, ২০১৪ সালের নভেম্বর ২০১৫ সালের এপ্রিল তিনি বিশেষ জজ আদালতে হাজির হয়েছিলেন
এর আগে ২৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত ২০১৫ সালের এপ্রিল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাকে জামিন দেন

 

Exit mobile version