রাজাপুরের নৈকাঠি-লেবুবুনিয়া-ভান্ডারিয়া সংযোগ সড়কটি মরনফাঁদ!

Rajapur 1 মোঃ সাইফুল ইসলাম থেকেঃঝালকাঠির রাজাপুরের সড়ক ও জনপদের নৈকাঠি-লেবুবুনিয়া-ভান্ডারিয়া দীর্ঘ ১০ সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে মরন ফাঁদে পরিনত হয়ে রয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি ভেঙ্গে চুড়ে একাকার হয়ে বেহাল অবস্থায় পড়ে থাকলেও ৬/৭ বছরেও সংস্কারের আচর লাগেনি। জানা গেছে, সড়কটি দিয়ে নৈকাঠি, লেবুবুনিয়া, তারাবুনিয়া, উত্তর তারাবুনিয়া, দক্ষিন তারাবুনিয়া, হালদার খালি ও মেদিরাবাদসহ বহু গ্রামের হাজার হাজার লোকজন টেম্পো, রিক্সা, মোটর সাইকেল ও মালবাহি ট্রাক ঝুঁকিনিয়ে চলাচল করছে। সড়কটির বেহাল হয়ে পড়ায় পায়ে হেটে চলাচলও দুষ্কর হয়ে পড়েছে।

এলাকাবাসি অভিযোগ করে বলেন, শুনেছি ১০ কিলোমিটার সড়কের মধ্যে ৬ কিলোমিটার সড়ক মেরামতের জন্য অর্থ বরাদ্ধ হয়েছে কিন্তু ৪ কিলোমিটার মরোমতের কাজ বাকি থাকলে ওই মেরামতকরা ৬ কিলোমিটার সড়ক কোন কাজে আসবেনা এবং সাধারন মানুষ ও যান চলাচলের জন্য অনুপোযোগিই থেকে যাবে। তাছাড়া বরাদ্দ হলেও কাজ শুরু হচ্ছে না। এখন বর্ষার মৌসুম শুরু হওয়ায় সড়কটি চলাচলের একোবারেই অনুপোযোগী হয়ে পড়েছে। সাতুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুররহমান জানান, সড়কটির সমস্ত জায়গা জুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দ হওয়ার কারনে যাত্রিবাহী টেম্পু, রিক্সা এমনকি সাইকেল চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং প্রতিনিয়ত একের পর এক দুর্ঘটনা ঘটছে। তিনি বলেন, এখনও বর্ষা হওয়ায় কর্দমক্ত হয়ে হয়ে যান চলাচলের সম্পুর্ন অযোগ্য পড়েছে। ঝালকাঠি সড়ক ও জনপদের নির্বাহি প্রকৌশলী একেএম হামিদুর রহমান জানান, দীর্ঘ ১০ কিলোমিটার ওই সড়কের ৬ কিলোমিটারের মেরামতের জন্য অর্থ বরাদ্ধ হয়েছে। শিঘ্রই কাজ শুরু হবে।

Exit mobile version