মোঃ সাইফুল ইসলাম ঝালকাঠী থেকে ঃঝালকাঠির রাজাপুরে কয়েকদিনের আকাশের মেঘের গর্জণে দক্ষিণ সাউথপুর গ্রামসহ বিভিন্ন নদী ও খাল সংলগ্ন মাঠ ও ধান ক্ষেত থেকে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে বোয়াল মাছ। একই সাথে এতো বোয়াল মাছ ধরা পড়া নিয়ে পুরো ওইসব গ্রামজুড়ে রীতিমত হৈইচৈই পড়েছে। সৃষ্টি হচ্ছে চাঞ্চল্যের। ধরা পড়া মাছ দেখতে বিভিন্ন স্থানের মানুষ ভীড় জমাচ্ছে। উপজেলার দক্ষিণ সাউথপুর গ্রামের জাঙ্গালিয়া নদীর শাখা ধাওয়া খাল সংলগ্ন মাঠ প্রতিদিন রাতেই শত শত বোলায় মাছ ধরা পড়ছে স্থানীয়দের হাতে। কেহ জাল ফেলে, কেহ আবার কুপিয়েসহ বিভিন্ন ফন্ধির মাধ্যমে এ বোয়াল মাছ শিকার করছে। বোয়াল মাছ শিকারী দক্ষিণ সাউথপুর গ্রামের মোঃ মনির হোসেন, শাহেদ মোল্লা ও আলতাফ জানান, আকাশে যত বেশি গর্জে, তত বেশি বোয়াল মাছ নদী ও খাল থেকে কম পানির মুক্ত জলাশয় উঠে আসে। জোয়ার এলে বোয়াল মাছ যখন মাছে বা ক্ষেতে ওঠে তখন জাল ফেলে ধরা হয়। এছাড়াও কুপিয়ে ও বিভিন্ন ফাঁদের মাধ্যমে মাছ শিকার করে নিজেরা খায় এবং বিক্রি করে থাকে। প্রতিদিন রাতেই বিভিন্ন লোকেরা দল বেধে মাছ শিকারে মাঠে নেমে পড়ে।