তিনি সোমবার (১০ আগষ্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নাহিল্লাহে .রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। হালিমা খাতুন গর্জনিয়ার অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার আহমদের সহধর্মিনী।
এদিকে মঙ্গলবার (১১ আগষ্ট) বাদে আছর রামু কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন গর্জনিয়ার বিশিষ্ট ও প্রবীণ আলেম মাওলানা ছালেহ আহমদ।
এর আগে মরহুমার ছোট ছেলে বেসরকারি উন্নয়ন সংস্থা পাল্স বাংলাদেশ এর প্রধান নির্বাহী সাইফুল ইসলাম কলিমের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুমার নিকট আত্মীয় কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্ণেল সালাহ উদ্দিন, রশিদ আহমদ সিকদার, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী ও বড় ছেলে রামু উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী। জানাজা নামাজ শেষে মরহুমাকে মন্ডলপাড়াস্থ পারিবারিক কবরস্থাণে দাফন করা হয়।
সংক্ষিপ্ত আলোচকের বক্তব্যে সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, শোকের এ আগষ্ট মাসেই পরিবারের সদস্যদেরকে আমরা হারাচ্ছি। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালিজাতী আগষ্ট মাসেই হারিয়েছিল। আমাদের পরিবারের প্রায় সদস্য শোকের মাসে চির বিদায় নিচ্ছে। আমার ফুফু মরহুমা হালিমা খতুন একজন জ্ঞানি মহিলা ছিলেন। উনার অক্লান্ত প্রচেষ্টায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্টিত হয়েছে।
উল্লেখ্য, জানাজা নামাজে রামুর প্রবীণ আওয়ামীলীগ নেতা রশিদ আহমদ বি.ত্র, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, দৈনিক আজকের কক্সবাজারের নির্বাহী সম্পাদক এড.আয়াছুর রহমান, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এদিকে মরহুমার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী তৃনমুল-লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শিক্ষাণুরাগী রশিদ আহমদ বি.এ, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, রামুর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহমদ, আওয়ামীলীগ নেতা নুরুল হক, রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুনাঈদ বিপ্লব, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড.মোজাফ্ফর আহমদ হেলালী, সাধারন সম্পাদক তপন মল্লিক, রামু শ্রমিকলীগের সভাপতি নুরুল কবির হেলাল, রামু সৈনিকলীগের সভাপতি ইউনুচ খান, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, এমপি কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর, রামু উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি আনছারুল হক ভূট্টো, উপজেলা যুবলীগ নেতা ওসমান গনি ও যুবনেতা আব্দুল মালেক প্রমুখ। বিবৃতিতে তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।