বি,এ,ডি,সি সার ডিলার লাইসেন্স স্থায়ী করণের জন্য সরকারের সু-দৃষ্টি কামনা করেন সার ডিলার এসোসিয়েশন রংপুর অঞ্চল

বি,এ,ডি,সি বীজ ও সার ডিলার এসোসিয়েশন রংপুর অঞ্চল এর কার্যকারী সভা

আব্দুস সাত্তার, রংপুর: গত ১২-০৯-২০১৫ ইং তারিখে বি,এ,ডি,সি বীজ ও সার ডিলার এসোসিয়েশন রংপুর অঞ্চল এর নিজস্ব কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বি,এ,ডি,সি আগামী বোরো মৌসুমে আলু,ধান বীজ সহ অন্যান্য বীজ রংপুর অঞ্চলের বরাদ্দ সম্পর্কে আলোচনা করা হয় এতে রংপুর,কুড়িগ্রাম,লালমনিরহাট,নীলফামারী ও গাইবান্ধা জেলার ডিলার এসোসিয়েশনর প্রতিনিধি উপস্থিত ছিলেন। সকলেই রংপুর অঞ্চলের কৃষকের চাহিদা অনুযায়ী বীজ বরাদ্দ নেওয়ার জন্য উপ-পরিচালক (বীজ বিপনন) এর দৃষ্টি আকর্ষন করেন। বি,এ,ডি,সি হতে প্রাপ্ত ননইউরিয়া সারের বরাদ্দ বৃদ্ধি, ইউরিয়া সার বি,এ,ডি,সি ডিলারদের বরাদ্দে অন্তর্ভুক্ত করণ, বি,এ,ডি,সি সার ডিলার লাইসেন্স স্থায়ী করণের জন্য সরকারের সু-দৃষ্টি কামনা করেন। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মো: মোস্তাক আলী হাকিম,সহ-সভাপতি আলহাজ্ব মো: রুহুল আমিন,সহ-সভাপতি রমানাথ সাহা,সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল ইসলাম রেজা, অর্থ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম,রংপুর জেলার সভাপতি এস,এম ইয়াসীর ও সংগঠনের কার্যকারী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব বাবলু মিয়া।

Exit mobile version