লাইফ স্টাইল ডেস্কঃ- মনের বিরুদ্ধে বিয়ে হলে দাম্পত্য জীবনে নারী-পুরুষের নানা মানসিক অবস্থা বিরাজ করে বলে এক গবেষণায় বলা হয়েছে। বিয়েটা পছন্দসই না হলে বা ঝামেলাপূর্ণ হলে নারীরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তারা হতাশায় ভোগেন। আর পুরুষরা সামান্য হতাশায় পড়েন। তাদের মূলত মেজাজ বিগড়ে যায়। আমেরিকার রুটজারস ইউনিভার্সিটির এক দল গবেষক এসব তথ্য দেন।
প্রধান গবেষক ডেবোরাহ কার জানান, দুঃখবোধ, দুশ্চিন্তা এবং হতাশা- এই তিন নেতিবাচক আবেগের কথা তুলে ধরেন বিবাহিতরা। সঙ্গী বা সঙ্গিনী মনমতো না হলে এ ধরনের আবেগ দীর্ঘস্থায়ী হয়। এ ক্ষেত্রে পুরুষরা বিষয়টি নিয়ে বেশি চিন্তা করতে চান না এবং একে এড়িয়ে চলতে চান। সাধারণত পুরুষদের মেজাজ বিগড়ে থাকে এবং তা প্রকাশে অনিচ্ছা দেখা যায় পুরুষদের মাঝে। কিন্তু নারীরা স্পষ্ট হতাশা এবং দুঃখ প্রকাশ করেন।
এ গবেষণায় ৭২২ জোড়া দম্পতিকে বেছে নেওয়া হয়। এদের গড় বয়স ৩৯ বছর। বিয়ে নিয়ে যাবতীয় তুষ্টি এবং অসন্তুষ্টির বিষয়টি নারীরাই বেশি ভোগ করেন। তা ছাড়া দাম্পত্য জীবনে দুজনের অসন্তুষ্টির কারণ দূর করে সব ঠিকঠাক করে নিতে নারীরাই বেশি এগিয়ে আসেন। এখানে সঙ্গীর সমর্থন তাদের আরো ইতিবাচক করে তোলে।
গবেষণায় আরো দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে যে পুরুষরা বিয়ে নিয়ে তুষ্টি প্রকাশ করেছেন, তারা সঙ্গিনীর চেয়ে নিজেদের অনেক বেশি ইতিবাচক বলে মনে করেন। অথচ তারা পাশে দাঁড়াতে এবং সঙ্গিনীর সহায়তা নিতেও হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তবে বয়স্ক পুরুষরা স্ত্রীর কাছ থেকে যেকোনো সহায়তা নিতে অনেক বেশি অসহায় বোধ করেন। সূত্র : হিন্দুস্তান টাইমস