সিরাজগঞ্জে পুলিশ-শিবির সংঘর্ষে দু’জন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডিদাসগাতীতে পুলিশ ও জামায়াত শিবিরের মধ্যে সংঘর্ষ দুইজন নিহত  হয়েছে। নিহতরা হলেন, রুহুল আমিন ও মোক্তার হেসেন।

বৃহস্পতিবার সকাল আটটার দিকে জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ ও হরতালকারীদের সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ পাঁচ রাউন্ড রাইফেলের গুলি, ৩০ রাউন্ড টিয়ারশেল ও অসংখ্য রাবার বুলেট নিক্ষেপ করে। এতে প্রায় ২০ জন আহত হয়। গুরুতর আহত রুহুল আমিন ও মোক্তার হেসেনকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় তিন মহিলাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বেলকুচিতে পুলিশ, আওয়ামী লীগ ও পিকেটারদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। জামায়াত চিহ্নিত জিনিয়াস ল্যারেটরি স্কুলে আগুন দিয়েছে। বেলকুচি ইসলামী ব্যাংকে ভাঙচুর চালানো হয়েছে। এ সময় তিনজনকে আটক করে  পুলিশ।

এদিকে বৃহস্পতিবার সকালে উল্লাপাড়ার শ্রীকোলা বাসস্ট্যান্ড থেকে পুলিশ উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলীসহ চারজনকে আটক করেছে।

সম্পাদনা/শাবানা মন্ডল /১৬.১৪ঘ /২৮ফেব্রুয়ারি

Exit mobile version