রোববার-সোমবার টানা হরতাল জামায়াতের

নিউজ ডেস্ক : যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে টানা দুই দিনের হরতাল ডেকেছে জামায়াত ইসলামী। আগামী রোববার ও সোমবার এ হরতালের ডাক দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার ফাঁসির রায় ঘোষণার পর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি বিবৃতিতে এ ডাক দেওয়া হয়। এতে বলা হয়, শুক্রবার দেশব্যাপী দোয়া দিবস ও শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত। গতকাল বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতের নায়েবে আমির সাঈদীর ফাঁসির দন্ডাদেশ দেন। এরপর দেশব্যাপী আনন্দ মিছিল ও মিষ্টিমুখ করে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী জনতা। এদিকে, রায়ের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ, বিক্ষোভ করছে জামায়াত-শিবির। দেশব্যাপী সহিংসতায় বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রাইব্যুনাল-১ তার রায়ে সাঈদীকে দুটি অভিযোগে ফাঁসি দেন। মানবতাবিরোধী অপরাধের মোট ২০টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
সম্পাদনা/শাবানা মন্ডল /০১.৩৩ঘ /১মার্চ

Exit mobile version