সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৮ নভেম্বর শুনানির দিন ধার্য

ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ৮ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদাদলত-৬ এর বিচারক আল আসাদ মো. আশিকুজ্জামান এই দিন ধার্য করেন।
শুনানি চলাকালীন আদালতে হাজির হন সম্রাট। তার পক্ষে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন আইনজীবী এহেসানুল হক সমাজী। দুদকের পক্ষে অংশ নেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
আদালতে তার আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেন।
এর আগে ২২ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। সেদিন সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) থেকে আদালতে হাজির করা হয়।
সেদিনও সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এর বিরোধিতা করেন। আদালত আসামি পক্ষের সময়ের আবেদন শেষবারের মতো মঞ্জুর করে ১৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন। অন্যদিকে সম্রাটের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র‍্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।
গ্রেফতার হওয়ার পর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। তাতে দু’কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

Exit mobile version