সাঈদীর ফাঁসি পশ্চিমবঙ্গে সতর্কতা জারি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর কর্মীরা সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করতে পারে- এমন আশঙ্কায় সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর বাংলাতেশ-ভারত সীমান্তে এই সতর্কতা জারির খবর এলো। খবর বিডিনিউজ। পশ্চিমবঙ্গের একজন পুলিশ কর্মকর্তা জানান, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বেশকিছু নেতাকর্মী, যারা সহিসংতার মামলার আসামি, সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করতে পারে বলে গোয়েন্দা তথ্য পেয়েছেন তারা। নাশকতাকারীরা যাতে আমাদের দেশে ঢুকতে না পারে সে জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। সন্দেহভাজন কেউ আটক হলে তাকে বাংলাদেশর কাছে হস্তান্তর করতে পুলিশ ও সীমান্তরক্ষীদের নির্দেশ দেয়া হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য গোয়েন্দা পুলিশের প্রধান নপারাজিত মুখার্জি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই এ ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা প্রতিবেশী রাষ্ট্র। সুতরাং বিপর্যয় এড়াতে যে কোনো প্রস্তুতি আমাদের নিতে হবে। ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সরকারকে চাপে ফেলতে পশ্চিমবঙ্গের কিছু ইসলামী মৌলবাদীও জামায়াতে ইসলামীকে সহায়তা করতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালাতে পারে। এ বিষয়েও নিরাপত্তারক্ষীদের সতর্ক করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
সম্পাদনা/শাবানা মন্ডল /০২.৪৩ঘ /১মার্চ

Exit mobile version