সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উলাহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১১ এপ্রিল মাটিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের মাছের ঘেরে ডাকাতির উদ্দেশ্যে হানা দেয় দুর্বৃত্তরা। ডাকাতরা রশিদ ও তার ছেলেদের কুপিয়ে পালিয়ে যান। মারাতœক আহত অবস্থায় আব্দুর রশিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় তার ছেলে মামুন অর রশীদ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কাজী নাসির উদ্দীন/ সাতক্ষীরা /জি নিউজ